সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ টেক্সট নিয়ে কাজ করার বেসিক ধারণা

Image of Word 2007 Courser Movement, Select Text, Move & Copy Text

ভূমিকা:
মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। এ প্রোগ্রামে টেক্সট নিয়ে কাজ করার জন্য বেসিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এ অধ্যায়ে টেক্সট নিয়ে কাজ করার বেসিক ধারণাসহ কীভাবে  টেক্সট সংযোজন, মুছা, নির্বাচন, কপি, পেস্ট এবং ড্র্যাগ করে ড্রপ করবেন তা জানতে পারবেন

ডকুমেন্টে কার্সর সরানো:
ডকুমেন্টে টেক্সট নিয়ে কাজ করার জন্য কার্সর বা ইনসার্সন পয়েন্ট সম্পর্কে ধারণা থাকা জরুরী।
  •          কার্সর এক অক্ষর ডানে সরানোর জন্য কীবোর্ডের Right Arrow কী চাপুন।
  •          কার্সর এক অক্ষর বায়ে সরানোর জন্য কীবোর্ডের Left Arrow কী চাপুন।
  •          কার্সর এক শব্দ ডানে সরানোর জন্য কীবোর্ডের Ctrl+Right Arrow কী চাপুন।
  •          কার্সর এক শব্দ বায়ে সরানোর জন্য কীবোর্ডের Ctrl+Left Arrow কী চাপুন।
  •          কার্সর অবস্থিত লাইনের শুরুতে নেয়ার জন্য কীবোর্ডের Home কী চাপুন।
  •          কার্সর অবস্থিত লাইনের শেষে নেয়ার জন্য কীবোর্ডের End কী চাপুন।
  •          কার্সর ডকুমেন্টের শুরুতে নেয়ার জন্য কীবোর্ডের Ctrl+Home কী চাপুন।
  •          কার্সর ডকুমেন্টের শেষে নেয়ার জন্য কীবোর্ডের Ctrl+End কী চাপুন।
টেক্সট সংযোজন করবেন:
ডকুমেন্টে টেক্সট বা লেখা সংযোজন করতে চাইলে নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন-
  •          মাইক্রোসফট ওয়ার্ড চালু করুন।
  •          ডকুমেন্টের যেখানে টেক্সট (লেখা) সংযোজন করতে চান কার্সর সেখানে রাখুন।
  •          এবারে কীবোর্ড দ্বারা আপনার প্রয়োজনীয় লেখা টাইপ করে সংযোজন করুন।
টেক্সট মুছে ফেলা:
আপনি দু’ভাবে টেক্সট মুছতে পারেন। টেক্সট মোছার জন্য কীবোর্ডের ব্যাকস্পেস (Backspace) ও ডিলিট (Delete) কী ব্যবহার করে কিভাবে টেক্সট মোছা যায় তা দেখানো হয়েছে।
  •          প্রয়োজনীয় স্থানে কার্সর স্থাপন করুন।
  •          কার্সরের ডানের একটি অক্ষর মোছার জন্য কীবোর্ডের Delete কী চাপুন।
  •          কার্সরের ডানের একটি শব্দ মোছার জন্য কীবোর্ডের Ctrl+Delete কী চাপুন।
  •          কার্সরের বায়ের একটি অক্ষর মোছার জন্য কীবোর্ডের Backspace কী চাপুন।
  •          কার্সরের বায়ের একটি শব্দ মোছার জন্য কীবোর্ডের Ctrl+Backspace কী চাপুন।
টেক্সট সিলেক্ট করা:
ডকুমেন্টের একাধিক টেক্সট নির্বাচন করার জন্য নিম্নরূপ কমান্ড ব্যবহার করুন।
  • যে টেক্সটটুকু নির্বাচন করতে চান কার্সর তার বায়ে রেখে কীবোর্ডের কী চেপে ধরে ডান দিকের এ্যারো কী চাপুন। প্রয়োজনীয় অংশ নির্বাচন হলে প্রথমে এ্যারো কী পরে কী ছাড়ুন।
  • ইচ্ছে করলে টেক্সট এর ডানে রেখে কীবোর্ডের কী চেপে ধরে বাম দিকের এ্যারো কী চেপেও টেক্সট নির্বাচন করতে পারবেন। যে কোন এ্যারো দ্বারা সিলেক্টকৃত লেখা ডিসিলেক্ট করতে পারবেন।
  • কার্সরের ডানের এক শব্দ নির্বাচন করতে কীবোর্ডের Ctrl+Shift+Right Arrow কী চাপুন।
  • কার্সরের বায়ের এক শব্দ নির্বাচন করতে কীবোর্ডের Ctrl+Shift+Left Arrow কী চাপুন।
নোট: মাউস দ্বারা ড্রাগ করে প্রয়োজনীয় লেখা বা টেক্সট নির্বাচন করতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

ডুকমেন্টর সমস্ত লেখা একত্রে সিলেক্ট করা:
আপনার ডকুমেন্টে একাধিক পৃষ্ঠারও হতে পারে। সেক্ষেত্রে সিফ্ট ও এ্যারো কী দ্বারা নির্বাচন না করে কীবোর্ডের কীদ্বয় চাপুন। ডকুমেন্টের লেখা সিলেক্ট থাকাবস্থায় কীবোর্ডের কোন টেক্সট কী চাপলে তা মুছে যাবে। সেজন্য সাথে সাথে কীবোর্ডের চাপুন।

টেক্সট কপি ও পেস্ট করা:
ডকুমেন্টের কোন টেক্সট বা লেখা পুনরায় লেখার প্রয়োজন হলে তা পুনরায় না লিখে কপি করে পেস্ট করে তা করা যায়।
  • যে টেক্সট বা লেখাটুকু কপি করে অন্যত্র বসাতে চান তা নির্বাচন করুন।
  • ট্যাবের অধীনে প্যানেল হতে কমান্ডের ওপর ক্লিক করুন অথবা কীবোর্ডের কীদ্বয় চাপুন।
  • এবারে এ্যারো কী বা মাউস পয়েন্টার দ্বারা যেখানে কপিকৃত লেখাটুকু বসাতে চান কার্সর সেখানে স্থাপন করুন।
  • ট্যাবের অধীনে প্যানেল হতে কমান্ডের ওপর ক্লিক করুন অথবা কীবোর্ডের কীদ্বয় চাপুন।
ড্র্যাগ এন্ড ড্রপ টেক্সট:
ডকুমেন্টের টেক্সট বা লেখা ড্র্যাগ এন্ড ড্রপ করেও সরানো কিংবা কপি করা যায়।
  • প্রয়োজনীয় লেখা সিলেক্ট করুন।
  • লেখাটুকু অন্যত্র সরাতে চাইলে সিলেক্টকৃত লেখার ওপর মাউসের বাম বোতাম চেপে ধরে ড্র্যাগ করে অন্যত্র ড্রপ করুন।
  • লেখাটুকু অন্যত্র কপি করে বসাতে চাইলে সিলেক্টকৃত লেখার ওপর কীবোর্ডের কন্ট্রোল কী চেপে ধরে মাউসের বাম বোতাম চেপে ধরে ড্র্যাগ করে অন্যত্র ড্রপ করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন