রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ ইনডেন্ট এর ব্যবহার

Image of Word 2007_Indentation

মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ ইনডেন্ট এর ব্যবহার

ইনডেন্ট কি?
কোন লাইন কিংবা প্যারাগ্রাফ বাম অথবা ডান মার্জিন থেকে নির্দিষ্ট দূরত্ব রাখার জন্য ইনডেন্ট কমান্ড ব্যবহার করা হয়।

কী করে ইনডেন্ট কমান্ড ব্যবহার করবেন?
মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট (লাইন কিংবা প্যারাগ্রাফ) কে দু’ভাবে ইনডেন্ট করা যায়।
ক) লেফ্ট ইনডেন্ট (Left Indent)
খ) রাইট ইনডেন্ট (Right Indent)

ক) লেফ্ট ইনডেন্ট (left Indent):
যে টেক্সটটুকুকে লেফ্ট ইনডেন্ট দিতে চান তা নির্বাচন করুন কিংবা টেক্টট এর ভেতর কার্সর স্থাপন করুন। অতপর: Home ট্যাব এর অধীনে অবস্থিত Paragraph প্যানেলের Increase Indent এর ওপর ক্লিক করুন। ডিফল্ট অবস্থায় ১/২ ইঞ্চি সরবে। প্রয়োজনে একাধিকবার চাপুন। চিত্র দেখুন:

Image of Left Indent in MS Word 2007

পূর্বের অবস্থায় ফিরে আসতে একইভাবে Decrease Indent এর ওপর ক্লিক করুন। প্রয়োজনে একাধিকবার ক্লিক করুন।

খ) রাইট ইনডেন্ট (Right Indent):
প্রয়োজনীয় টেক্সট নির্বাচন করুন। অতপর Page Layout ট্যাবের Paragraph প্যানেলের Indent অপশন এর Right এর ভেল্যু নির্ধারণ করুন। ইচ্ছে করলে এখান থেকে আপনি Left এর ভেল্যুও পরিবর্তন করতে পারবেন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

Image of Right Indent in MS Word 2007




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন