আমরা
যখন ওয়ার্ড চালু করি তখন ডিফল্ট অবস্থায় একটি নতুন ডকুমেন্ট ডিসপ্লে অবস্থায় থাকে।
ধরুন আপনি একটি ডকুমেন্ট নিয়ে কাজ করছেন। এমতাবস্থায় কাজটি শেষ করার পর আরেকটি নতুন
ডকুমেন্ট তৈরি করবেন। এ জন্য আপনাকে নতুন ডকুমেন্ট তৈরির কমান্ডটি জানা জরুরি। এখানে
কি করে নতুন ডকুমেন্ট তৈরি করা যায় তা নিম্নে বিস্তারিত বর্ণিত হলো।
নতুন ডকুমেন্ট
তৈরি:
- ওয়ার্ড ২০০৭ এর ক্ষেত্রে মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করুন এবং ওয়ার্ড ২০১০ এর ক্ষেত্রে ক্লিক করুন। অথবা কীবোর্ড হতে Ctrl+N চাপুন।
- New ক্লিক করুন; নতুন ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।
- এবারে Blank and recent সেকশন হতে Blank Document কমান্ড সিলেক্ট করুন। ডিফল্ট অবস্থায় এটিই নির্বাচন করা থাকে।
- এবারে Create বাটন ক্লিক করুন।
![]() |
Create New Document in Word 2010 |
নোট: আপনি ইচ্ছে করলে বিভিন্ন কাজের জন্য
পূর্বের তৈরি করা ওয়ার্ড টেমপ্লেট ব্যবহার করতে পারেন যা সেকশন নিচে অবস্থান করছে।
অনুশীলন:
- ওয়ার্ড প্রোগ্রাম চালু করুন; একটি নতুন ডকুমেন্ট প্রদর্শিত হবে।
- একটি লাইন টাইপ করুন।
- এবারে মাইক্রোসফট অফিস বাটন (ওয়ার্ড ২০০৭) অথবা File (ওয়ার্ড ২০১০) ক্লিক করুন। এবারে নতুন একটি ডকুমেন্ট তৈরি করুন।
- দুটো ফাইলই সংরক্ষণ ছাড়াই বন্ধ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন