ভূমিকা:
ডকুমেন্টের
কোন লেখা আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন স্থানের রাখার জন্য ডকুমেন্টে টেক্সট বক্স সংযোজন
করার প্রয়োজন হতে পারে। এ অধ্যায়ে আপনি জানতে পারবেন কি করে ডকুমেন্টে টেক্সট বক্স
সংযোজন এবং টেক্সট বক্সের বিভিন্ন ফরমেট সম্পাদন করা যায়।
টেক্সট
বক্স সংযোজন করা:
- মাইক্রোসফট ওয়ার্ড এর রিবন হতে Insert ট্যাব ক্লিক করুন।
- Text গ্রুপ বা প্যানেল হতে Text Box কমান্ড এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
![]() |
Insert Text Box in Word 2007 |
![]() |
Insert Text Box in Word 2010 |
- এবারে Built In হতে প্রথম টেক্সট বক্সটির ওপর ক্লিক করুন। প্রয়োজনে আপনি যে কোনটি নির্বাচন করতে পারেন।
লক্ষ্য
করুন, ডকুমেন্টে টেক্সট বক্স সংযোজন হয়েছে।
অথবা,
মাইক্রোসফট ওয়ার্ড এর রিবন হতে Insert ট্যাব ক্লিক করুন।
Text
গ্রুপ বা প্যানেল হতে Text Box কমান্ড এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করে প্রদর্শিত মেন্যুর
নিচের দিকে অবস্থিত Draw Text Box কমান্ড ক্লিক করুন।
![]() |
Insert Text Box in Word All Version |
এবারে
ডকুমেন্টে মাউসের বাম বোতাম চেপে ড্রাগ করে আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সট বক্স ড্র
করুন।
টেক্সট
বক্সের স্টাইল পরিবর্তন করা:
ডকুমেন্টের
প্রয়োজনীয় টেক্সট বক্সটি নির্বাচন করুন। লক্ষ্য করুন, Text Box Tools এর
অধীনে নতুন Format ট্যাব প্রদর্শিত হয়েছে। এখান থেকে Format ট্যাব
নির্বাচন করুন।
![]() |
Change Text Box Style in Word All Version |
এবারে
Text Box Style গ্রুপ বা প্যানেল হতে More Drop Down এ্যারো কী ক্লিক করুন।
প্রদর্শিত
অপশন এর প্রয়োজনীয় স্টাইলের ওপর মাউস পয়েন্টার রাখুন। এ অবস্থায় ডকুমেন্টে টেক্স বক্সটি
লাইভ পরিবর্তন দেখতে পারবেন। আপনার প্রয়োজনীয় স্টাইলের ওপর মাউসের বাম বোতাম ক্লিক
করুন।
লক্ষ্য
করুন, নির্বাচিত টেক্স বক্সটি আপনার চাহিদা অনুযায়ী স্টাইল পরিবর্তন হয়েছে।
টেক্সট
বক্সের ফিল বা ভরাট কালার পরিবর্তন করা:
প্রয়োজনীয়
টেক্সট বক্সটি নির্বাচন করুন। লক্ষ্য করুন Text Box
Tools এর অধীনে
Format ট্যাব প্রদর্শিত হবে।
এবারে
কমান্ড এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন এবং প্রয়োজনীয় কালার এর ওপর মাউসের বাম বোতাম
ক্লিক করুন।
![]() |
Change Fill Color in Word All Version |
নোট: আপনি ইচ্ছে করলে একই নিয়মে টেক্সট
বক্সটি ছবি, গ্রেডিয়েন্ট, টেকজার ও প্যাটার্ন দ্বারা ফিল করতে পারেন।
টেক্সট
বক্সের আউটলাইন পরিবর্তন করা:
প্রয়োজনীয়
টেক্সট বক্সটি নির্বাচন করুন। লক্ষ্য করুন Text Box
Tools এর অধীনে
Format ট্যাব প্রদর্শিত হবে।
এবারে
Shape Outline কমান্ড এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন এবং প্রয়োজনীয় কালার এর ওপর মাউসের
বাম বোতাম ক্লিক করুন। টেক্স বক্সটির আউটলাইন না দিতে চাইলে No Outline ক্লিক করুন।
![]() |
Change Text Box Outline in Word All Version |
নোট: আপনি ইচ্ছে করলে একই নিয়মে টেক্সট
বক্সটি টেকজার ও প্যাটার্ন দ্বারা আউট লাইন পরিবর্তন করতে পারবেন।
টেক্সট
বক্সের সেইপ পরিবর্তন করা:
প্রয়োজনীয়
টেক্সট বক্সটি নির্বাচন করুন। লক্ষ্য করুন Text Box
Tools এর অধীনে
Format ট্যাব প্রদর্শিত হবে।
এবারে
Change Shape কমান্ড এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন এবং প্রয়োজনীয় সেইপ এর ওপর মাউসের
বাম বোতাম ক্লিক করুন।
![]() |
Change Text Box Shape Word All Version |
টেক্সট
বক্স বিভিন্ন স্থানে সরানো:
টেক্সট
বক্সের বর্ডারের ওপর মাউস পয়েন্টার রাখুন; মাউস পয়েন্টার যখন ক্রস আকার ধারণ করবে তখন
মাউসের বাম বোতাম ক্লিক করুন।
এবারে
প্রয়োজনীয় এ্যারো কী ব্যবহার করে কাঙ্খিত স্থানে টেক্সট বক্স সরান।
অথবা,
টেক্সট বক্সের বর্ডারের ওপর মাউস পয়েন্টার রাখুন; মাউস পয়েন্টার যখন ক্রস আকার ধারণ
করবে তখন মাউসের বাম বোতাম ক্লিক করুন এবং ড্রাগ করে অন্যত্র সরান।
টেক্সট
বক্সের সাইজ পরিবর্তন করা:
টেক্সট
বক্সটি নির্বাচন করুন। টেক্সট বক্স সিলেক্ট করার নিয়ম ওপরে বর্ণিত হয়েছে। লক্ষ্য করুন
টেক্সট বক্সে ৮টি নতুন পয়েন্ট যুক্ত হয়েছে। পয়েন্টসমূহ ড্রাগ করে প্রয়োজনীয় সাইজ পরিবর্তন
করুন।
![]() |
Change Text Box Size in Word All Version |
নোট: ওপরের চিত্রের লাল চিহ্নিত স্থানে মাউস পয়েন্টার রেখে ড্রাগ করে টেক্সট বক্সের সাইজ পরিবর্তন করতে পারবেন।
টেক্সট বক্স ঘুরানো:
টেক্সট বক্সটি নির্বাচন করুন।
নিচের লাল চিহ্নিত সবুজ পয়েন্টে মাউস পয়েন্টার রাখুন এবং ওপরে-নিচে ঘুরান।
![]() |
Rotate Text Box in Word Any Version |
টেক্সট
বক্স মুছে ফেলা:
টেক্সট
বক্সটি নির্বাচন করুন।
কীবোর্ডের
Delete কিংবা Backspace কী চাপুন।
অনুশীলন:
পূর্বের
কোন ফাইল ওপেন কিংবা নতুন ফাইল তৈরি করুন।
একটি
টেক্সট বক্স সংযোজন করুন।
টেক্সট
বক্সটির আউটলাইনটি ভিন্ন কালার দ্বারা পরিবর্তন করুন।
টেক্সট
বক্সটির ফিল বা ভরাট ভিন্ন কালার দ্বারা পরিবর্তন করুন।
টেক্সট
বক্সটির ডকুমেন্টের প্রয়োজনীয় স্থানে সরান।
টেক্সট বক্সের ভেতর যে কোন লেখা টাইপ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন