ভূমিকা:
আপনার
ডকুমেন্ট সুন্দর এবং কার্যকরী করার জন্য বিভিন্ন ধরণের ইলাসট্রেসন (ক্লিপ আর্ট, ছবি,
স্মার্টআর্ট এবং চার্ট) সংযুক্ত করার প্রয়োজন হয়ে থাকে। এ
অধ্যায়ে আমরা শিখবো, কী করে কম্পিউটারের ডিফল্ট ক্লিপআর্ট খুঁজে বের করে ডকুমেন্টে
সংযুক্ত করা যায়।
ক্লিপ
আর্ট খুঁজে বের করা:
- Insert ট্যাব সিলেক্ট করুন এবং Illustrations গ্রুপ হতে Clip Art কমান্ড ক্লিক করুন।
Insert Clip Art in Word Document |
- লক্ষ্য করুন, পর্দার ডান দিকে ক্লিপ আর্ট অপশনসমূহ প্রদর্শিত হয়েছে।
Search Clip Art in Word Document |
- ধরুন, আপনি কম্পিউটারের ক্লিপ আর্ট সংযোজন করতে চান। এক্ষেত্রে Search for: এর নিচের ঘরে Computer লিখুন এবং Go ক্লিক করুন।
নোট: নির্দিষ্ট ক্লিপ আর্ট খুঁজে বের করার
জন্য Search In: এবং Results should be: এর ঘর হতে প্রয়োজনীয় অপশন নির্ধারণ
করুন। ওপরের চিত্রটি লক্ষ্য করুন।
ক্লিপ
আর্ট সংযোজন করা:
- ধরুন আপনি একটি ফিতার ক্লিপ আর্ট খুঁজে বের করে ডকুমেন্টে সংযোজন করতে চান।
- ডকুমেন্টের যে স্থানে ক্লিপ আর্ট সংযোজন করতে চান কার্সর সেখানে স্থাপন করুন।
- Insert ট্যাব সিলেক্ট করুন এবং Illustrations গ্রুপ হতে Clip Art কমান্ড ক্লিক করুন।
- এক্ষেত্রে Search for: এর নিচের ঘরে Ribbon লিখুন এবং Go ক্লিক করুন।
- লক্ষ্য করুন, বেশ কিছু রিবন এর ক্লিপ আর্ট প্রদর্শিত হয়েছে।
- যেটি সংযোজন করতে চান মাউসের বাম বোতাম দ্বারা ক্লিক করুন। দেখুন ক্লিপ আর্টটি ডকুমেন্টে সংযোজন হয়েছে।
- প্রয়োজনীয় ক্লিপ আর্টের ওপর মাউনের ডান বোতাম ক্লিক করে Insert ক্লিক করুন। লক্ষ্য করুন কার্সর অবস্থিত স্থানে ক্লিপ আর্ট সংযোজন হয়েছে।
Search & Insert Clip Art in Word Document |
অনুশীলন:
পূর্বের
যে কোন ডকুমেন্ট ওপেন করুন।
অফিস
অনলাইন হতে একটি ক্লিপ আর্ট ইমেজ সংযোজন করুন। (ইন্টারনেট সংযোগ করে নিন)
নিজের ব্লগ থাকা সত্বেও Tutorialsbangla তে বাংলা টিউটোরিয়াল কেন লিখবো?
উত্তরমুছুন