ভূমিকা:
মাইক্রোসফট
ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি এবং কার্যকরী ডিজাইন করতে টেক্সটকে বিভিন্ন ফরমেটে রূপান্তর
করা করার প্রয়োজন হয়ে থাকে। টেক্সটকে কার্যকরী ফরমেটে রূপান্তর করতে পারলে পাঠকের কাছে
সেটি আরও আকর্ষণীয় হবে।
এ
অধ্যায়ে আমরা জানবো কিভাবে লেখার সাইজ ছোট/বড়, স্টাইল, কালার পরিবর্তন করা যায়। এছাড়াও
টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং কেস পরিবর্তন করা যায়।
টেক্সট
বা লেখার সাইজ পরিবর্তন করা:
- প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
- Home ট্যাবের Font প্যানেলের Font Size এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
- এবারে মাউস স্ক্রোল করে প্রয়োজনীয় সাইজের ওপর ক্লিক করুন।
![]() |
Change Font Size in Word 2007 |
![]() |
Change Font Size in Word 2010 |
অথবা,
- প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
- কীবোর্ডের Ctrl+Shift+P চাপুন।
- প্রয়োজনীয় ফন্ট সাইজ নির্ধারণ করে Enter কিংবা Ok চাপুন।
![]() |
Change Font Size With Shortcut Key/Dialog Box |
অথবা,
- প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
- কীবোর্ডের Ctrl কী চেপে ধরে ] কী চাপুন। এক্ষেত্রে প্রতিবারে ফন্টের সাইজ ১ করে বৃদ্ধি হবে।
টেক্সট
বা লেখার স্টাইল পরিবর্তন করা:
- প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
- Home ট্যাবের Font প্যানেলের Font এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
- আপনার প্রয়োজনীয় ফন্ট স্টাইল এর ওপর ক্লিক করুন।
![]() |
Change Font Style Word 2007 |
![]() |
Change Font Style Word 2010 |
টেক্সট
বা লেখার কালার পরিবর্তন করা:
- প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
- Home ট্যাবের Font প্যানেলের Font Color এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
- এবারে আপনার প্রয়োজনীয় কালারের ওপর ক্লিক করুন।
- প্রয়োজনে More Color বাটন ক্লিক করে কালার ডায়ালগ বক্স হতেও কালার নির্বাচন করতে পারেন।
![]() |
Change font color word 2007 & 2010 |
অনুশীলন:
- নতুন একটি ডকুমেন্ট তৈরি করুন।
- ডকুমেন্টে কিছু টেক্সট বা লেখা সংযোজন করুন।
- কিছু লেখার সাইজ পরিবর্তন করুন।
- কিছু লেখার স্টাইল পরিবর্তন করুন।
- কিছু লেখার কালার পরিবর্তন করুন।
- ডকুমেন্টটি সংরক্ষণ না করে ডকুমেন্টে বন্ধ করুন।
- মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন