সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটকে বিভিন্নভাবে ফরমেটিং করুন

Image for Change Font Size, Font Style & Font Color

ভূমিকা:
মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি এবং কার্যকরী ডিজাইন করতে টেক্সটকে বিভিন্ন ফরমেটে রূপান্তর করা করার প্রয়োজন হয়ে থাকে। টেক্সটকে কার্যকরী ফরমেটে রূপান্তর করতে পারলে পাঠকের কাছে সেটি আরও আকর্ষণীয় হবে।
এ অধ্যায়ে আমরা জানবো কিভাবে লেখার সাইজ ছোট/বড়, স্টাইল, কালার পরিবর্তন করা যায়। এছাড়াও টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং কেস পরিবর্তন করা যায়।

টেক্সট বা লেখার সাইজ পরিবর্তন করা:
  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • Home ট্যাবের Font প্যানেলের Font Size এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
  • এবারে মাউস স্ক্রোল করে প্রয়োজনীয় সাইজের ওপর ক্লিক করুন।
লক্ষ্য করুন, নির্বাচনকৃত লেখাটুকুর ফন্টের সাইজ পরিবর্তন হয়েছে।
Image for Change Font Size in Word 2007
Change Font Size in Word 2007

Image for Change Font Size in Word 2010
Change Font Size in Word 2010
অথবা,
  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • কীবোর্ডের Ctrl+Shift+P চাপুন।
  • প্রয়োজনীয় ফন্ট সাইজ নির্ধারণ করে Enter কিংবা Ok চাপুন।
Image for Change Font Size With Shortcut Key
Change Font Size With Shortcut Key/Dialog Box
অথবা,
  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • কীবোর্ডের Ctrl কী চেপে ধরে ] কী চাপুন। এক্ষেত্রে প্রতিবারে ফন্টের সাইজ ১ করে বৃদ্ধি হবে।

টেক্সট বা লেখার স্টাইল পরিবর্তন করা:
  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • Home ট্যাবের Font প্যানেলের Font এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
  • আপনার প্রয়োজনীয় ফন্ট স্টাইল এর ওপর ক্লিক করুন।
লক্ষ্য করুন, নির্বাচনকৃত লেখাটুকুর ফন্টের স্টাইল পরিবর্তন হয়েছে।
Image for Change Font Style Word 2007
Change Font Style Word 2007

Image for Change Font Style Word 2010
Change Font Style Word 2010

টেক্সট বা লেখার কালার পরিবর্তন করা:
  • প্রয়োজনীয় লেখাটুকু নির্বাচন করুন।
  • Home ট্যাবের Font প্যানেলের Font Color এর ড্রপ ডাউন এ্যারো ক্লিক করুন।
  • এবারে আপনার প্রয়োজনীয় কালারের ওপর ক্লিক করুন।
  • প্রয়োজনে More Color বাটন ক্লিক করে কালার ডায়ালগ বক্স হতেও কালার নির্বাচন করতে পারেন।
লক্ষ্য করুন, নির্বাচনকৃত লেখাটুকুর ফন্টের কালার পরিবর্তন হয়েছে।
Image for Change font color word 2007 & 2010
Change font color word 2007 & 2010
অনুশীলন:
  • নতুন একটি ডকুমেন্ট তৈরি করুন।
  • ডকুমেন্টে কিছু টেক্সট বা লেখা সংযোজন করুন।
  • কিছু লেখার সাইজ পরিবর্তন করুন।
  • কিছু লেখার স্টাইল পরিবর্তন করুন।
  • কিছু লেখার কালার পরিবর্তন করুন।
  • ডকুমেন্টটি সংরক্ষণ না করে ডকুমেন্টে বন্ধ করুন।
  • মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন