ভূমিকা:
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাজ করার সময় কোন টেক্সটকে হাইপারলিংক দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। খুব সহজেই কোন টেক্সট, ছবি কিংবা অবজেক্টের সাথে হাইপারলিংক যুক্ত করে দেয়া যায়।
টেক্সট, ছবি কিংবা অবজেক্টের সহিত হাইপারলিংক যুক্ত করা:
ধরুন, আপনার ওয়ার্ড ডকুমেন্টে কোন টেক্সট এর সাথে আপনার ওয়েব সাইটের লিংক দিতে চান; সেক্ষেত্রে নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন।
- প্রয়োজনীয় টেক্সট, ছবি কিংবা অবজেক্ট নির্বাচন করুন।
- Insert ট্যাব হতে Link প্যানেলের Hyperlink কমান্ড ক্লিক করুন। অথবা, কীবোর্ড হতে চাপুন। অথবা, সিলেক্টকৃত টেক্সট এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Hyperlink ক্লিক করুন। নিচের চিত্র লক্ষ্য করুন।
- এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Address এর পাশের ঘরে প্রয়োজনীয় লিংকটি (যেমন: www.hamimit.com) টাইপ করুন এবং Ok ক্লিক করুন।
- লক্ষ্য করুন সিলেক্টকৃত টেক্সটটি হাইপারলিংক যুক্ত হয়েছে এবং টেক্সটি নীল বর্ণের রং ধারণ করেছে।
![]() |
Insert Hyperlink with Command |
![]() |
Insert Hyperlink with Moue Right Button |
টেক্সট, ছবি কিংবা অবজেক্টের সহিত হাইপারলিংক বাদ দেয়া:
ওয়ার্ড ডকুমেন্টে কোন টেক্সট এর সাথে যুক্ত হাইপারলিংক বাদ দেয়ার জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন।
ওয়ার্ড ডকুমেন্টে কোন টেক্সট এর সাথে যুক্ত হাইপারলিংক বাদ দেয়ার জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন।
- প্রয়োজনীয় টেক্সট, ছবি কিংবা অবজেক্ট নির্বাচন করুন।
- Insert ট্যাব হতে Link প্যানেলের Hyperlink কমান্ড ক্লিক করুন।
- এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Address এর পাশের ঘরে টাইপকৃত লিংকটি (যেমন: www.hamimit.com) মুছে দিন এবং Ok ক্লিক করুন।
- অথবা, সিলেক্টকৃত টেক্সট এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Remove Hyperlink ক্লিক করুন।
- লক্ষ্য করুন সিলেক্টকৃত টেক্সটটি হাইপারলিংক মুক্ত হয়েছে এবং টেক্সটি কালো বর্ণের রং ধারণ করেছে।
![]() |
Remove Hyperlink With Mouse Right Button |
ওপরের নিয়মে ডকুমেন্টের টেক্সট, ছবি কিংবা অবজেক্ট এর হাইপারলিংক কপি, শুদ্ধও করতে পারবেন।
বিস্তারিত জানতে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখুন।
অনুশীলনী:
- পূর্বের যে কোন ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করুন।
- ডকুমেন্টের নিচে Click this link for more information টাইপ করুন।
- ওপরের লেখার ভেতর www.hamimit.com হাইপারলিংক যুক্ত করুন।
- পুনরায় হাইপারলিংকটি মুছে ফেলুন।
- ডকুমেন্ট সংরক্ষণ করুন এবং বন্ধ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন